গণিত থেকে আরো প্রশ্ন

Show Important Question


21) একজন লোকের কাছে 1 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট মিলে মোট 480 টাকা আছে। প্রত্যেকটি নোটের পরিমাণ সমান। মোট কতগুলি নোট আছে ?
A) 70 টি
B) 75 টি
C) 80 টি
D) 90 টি

22) একটি ক্লাসে মোট 78 জন শিক্ষার্থী। বাংলা নিয়েছে 41 জন শিক্ষার্থী, ইংরেজি নিয়েছে 22 জন শিক্ষার্থী। এর মধ্যে 9 জন শিক্ষার্থী রয়েছে, যারা উভয় বিষয় রয়েছে। কতজন শিক্ষার্থী কোনো বিষয় নেয়নি?
A) 6
B) 15
C) 24
D) 31

23) মোহন প্রতিটি ঠিক উত্তরের জন্য তিন নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তার দু'নম্বর কাটা যায়।যদি সে 30 টি প্রশ্নের উত্তর দিয়ে 40 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল?
A) 10
B) 15
C) 20
D) 25

24) 6 জন পুরুষ 12 জন মহিলা এবং 17 জন বালকের মধ্যে 400 টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে করে 2 জন পুরুষের প্রাপ্ত টাকা, 5 জন বালকের প্রাপ্ত টাকার সমান হয় এবং 2 জন মহিলার প্রাপ্ত টাকা, 3 জন বালকের প্রাপ্ত টাকার সমান হয়। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের প্রাপ্ত টাকার পরিমান কত ?
A) 30 টাকা
B) 35 টাকা
C) 40 টাকা
D) 45 টাকা

25) যখন কোন একটি বাস রওনা দেয় তখন বাসের মধ্যে ছাত্রের সংখ্যা, ছাত্রী সংখ্যার দ্বিগুণ ছিল। কিছুক্ষণ পর 15 জন ছাত্র বাস থেকে নেমে গেল এবং 10 জন ছাত্রী বাসের মধ্যে উঠলো ।এখন বাসের মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান হয়ে গেল। প্রথমে বাসটির মধ্যে কতজন ছাত্র ছিল?
A) 45
B) 40
C) 50
D) 55

26) শ্যামলবাবু প্রতি সপ্তাহে 650 টাকা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে 200 টাকা গরিবদের দান করেন। বছরের শেষে শ্যামলবাবুর কাছে কত টাকা থাকবে ?
A) 30000 টাকা
B) 31000 টাকা
C) 31200 টাকা
D) 31400 টাকা

27) দুটি সংখ্যার পার্থক্য তাদের সমষ্টির 45% । বড় সংখ্যা ও ছোট সংখ্যাটির অনুপাত কত ?
A) 20:9
B) 9:20
C) 29:11
D) 11:29

28) একদল ছাত্রের মধ্যে 70 % ইংরেজি এবং 65% হিন্দি বলতে পারে । যদি 27 % ছাত্র দুটি ভাষার কোন টি বলতে না পারে, তবে কতজন ছাত্র দুটি ভাষাই বলতে পারে ?
A) 35%
B) 62%
C) 30%
D) 23%

29) কোন ছাত্র পরীক্ষায় 30% নম্বর পাওয়ার ফলে 6 নম্বরের জন্য ফেল করলো ।অপর একজন ছাত্র 40% নম্বর পেল এবং ন্যূনতম পাশ নম্বরের তুলনায় 6 নম্বর বেশি পেল । পরীক্ষাটি সর্বোচ্চ কত নম্বরের হয়েছিল ?
A) 140
B) 120
C) 100
D) 180

30) চালের মূল্য 20% শতাংশ কমে যাওয়ায় কোন ব্যক্তি 385 টাকায় 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারেন । চালের আসল মূল্য কত ছিল ?
A) Rs 20
B) Rs 22.50
C) Rs 27.50
D) Rs 25

31) চার অংক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা 15 এর সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তা হল
A) 1009
B) 1010
C) 1100
D) 1005

32) একটি ব্যাগে 27.25 টাকা আধুলি ও সিকি তে আছে । যদি মুদ্রার সংখ্যা 70 হয় , তাহলে আধুলির সংখ্যা কত ?
A) 49
B) 36
C) 39
D) 41

33) একটি বালক প্রতিমাসে তার আগের মাসে থেকে 50% বেশি টাকা জমায় । যদি পরপর দু মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয় তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত ?
A) 24 টাকা
B) 32 টাকা
C) 34 টাকা
D) 36 টাকা

34) একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করা হলো । বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হল
A) 2
B) 4
C) 6
D) 8

35) বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয় এবং তারপর 1 % হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবি বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত ?
A) 1500 টাকা
B) 2500 টাকা
C) 3500 টাকা
D) 2000 টাকা

36) কোন পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68% অংকে পাস করল । যদি উভয় বিষয়ে 17% ফেল করে এবং উভয় বিষয়ে 215 জন পাস করে তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত ?
A) 450
B) 475
C) 480
D) 500

37) তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8 : 9 এবং শেষ দুটির অনুপাত 3: 4 ; তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত ?
A) 102
B) 51
C) 48
D) 53

38) কোন একটি মাসে যতগুলি রবিবার পড়েছে তার মধ্যে তিনটি রবিবার যদি জোড় সংখ্যার দিনে পড়ে সেই মাসে 15 তারিখ কি বার পড়বে?
A) শনিবার
B) বুধবার
C) শুক্রবার
D) মঙ্গলবার

39) একজন ভদ্রলোক বাড়িতে পরিচারক রাখলেন এই শর্তে যে এক বছর পর তিনি তাকে 900 টাকা এবং একটি পোশাক দেবেন। পরিচারক মাত্র 9 মাস কাজ করলেন এবং বদলে 650 টাকা ও একটি পোশাক পেলেন । পোশাকটির মূল্য কত টাকা ছিল ?
A) 80 টাকা
B) 90 টাকা
C) 100 টাকা
D) 110 টাকা

40) P ও Q এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7:11 এবং ব্যয়ের অনুপাত 3:5 । যদি উভয়েই সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে , তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত ?
A) 5400
B) 2100
C) 2800
D) 6300